যশোরে শহরের মোল্লাপাড়া এলাকায় র্যাবের একটি অভিযানে নাইন এম এম পিস্তল, ৫ রাউন্ডগুলি, দুটি তাজা বোমা ও একটি চাকুসহ নেছার নামে এক সন্ত্রাসী আটক হয়েছে। সদর উপজেলার কায়েমকোলা বাজারের পাশ থেকে র্যাব পরিত্যাক্ত অবস্থায় আরো তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের উপ-পরিচালক মেজর কেএম আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাত দেড় টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার জোয়েব হাসান শাকিল নামে এক ব্যবসায়ির বাড়িতে বোমা ও অস্ত্র নিয়ে হামলা চালায় কিছু সন্ত্রাসী। এসময় বাড়ি থেকে বেরিয়ে এলে ঐ ব্যবসায়িকে হত্যার উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে সন্ত্রাসী নেছার। এলাকাবাসীর সহায়তায় তাকে হাতেনাতে আটক করে র্যাব ক্যাম্পে খবর দিলে সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার হয়।
এদিন রাতে সদর উপজেলার কায়েককোলা বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে ৪০টি কার্টুনে রাখা তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব সদস্যরা। এগুলো ঢাকায় নেয়ার উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে র্যাবের ধারণা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর