সিরাজুল ইসলাম সিরাজ, যশোর

যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলায় ট্রাক-অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে। মহিলাসহ আরও ৫ জনকে হাসপাতালে আশঙ্কাজনক অবস’ায় চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে নসিমন চালক রবিউল ইসলাম (৩০) ঘটনাস’লে মারা যান। এঘটনার পর উত্তেজিত জনতা প্রায় পৌনে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যার আগমুহুর্তে সাতমাইল থেকে যাত্রী নিয়ে একটি অটোটেম্পু যশোর শহরে আসছিল। টেস্পুটি ক্যান্টন শানতলা পর্যন- পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্য বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস’লে নসিমন চালক রবিউল নিহত হয়। সে সদরের তালবাড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে। এ সময় আহত অবস’ায় আরও ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স’ানীয়রা। আড়াইশ বেড হাসপাতালে আনার পর রাতে সদরের দৌলতদিয়া গ্রামের আইয়ু্‌ব আলীর ছেলে টুটুল ও লাউখালী গ্রামের তবিবর রহমানের ছেলে সিরাজুল ইসলাম (১৭) মারা যায়।

হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জনের অবস’া আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতরা হচ্ছেন সোহাগ (২২),আকতার হোসেন (২৩), রহিমা বেগম (৪৫), আমেনা খাতুন (১৮), রোকসানা বেগম (৪০) ও মোসলেম উদ্দিন (৫৫)। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে পৌঁছে উত্তেজিত পরিসি’তি নিয়ন্ত্রণে নেয়। প্রায় পৌনে এক ঘন্টা পর ফের যানবাহন চলাচল শুরু হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here