ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে অজ্ঞত (৪০) পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (২মে) সকালে খবর পেয়ে পুলিশ ধান ক্ষেতে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশ্যে মাঠে যান। এক প্রান্তের শ্রমিক ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকেন । এসময় জমির মালিক ধানক্ষেত ঘুরে ঘুরে দেখার সময় হঠাৎ করে ধান ক্ষেতের অপরপ্রান্তে ওই যুবকের মৃতদেহ দেখতে পান।

এরপর তার চিৎকারে এলাকার লোকজন আসলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। যুবকের গলায় ধারালো অস্ত্রের দাগ ও রক্ত দেখা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here