সিরাজুল ইসলাম সিরাজ, যশোর থেকে

যশোরের মণিরামপুরে জমিজমা বিরোধের জের ধরে চাচার হাতে খুন হয়েছে দুই ভাইবোন। রোববার দুপুর দেড়টার দিকে তারা স্কূল থেকে ফেরার পথে এই খুনের ঘটনা ঘটে। প্রকাশ্য দিকালোকে তাদের নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খুনি পালিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাটবিলা গ্রামে মোমিন সরদারের ছেলে সিরাজুল ইসলাম সরদার প্রতিবেশী জামির সরদারের ছেলে কবির হোসেন (১৩) ও তার মেয়ে শারমিন আক্তার (১৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
দুপুর দেড়টার দিকে সিরাজুল বাড়ীর পার্শ্বে নিজের জমিতে বেড়া ঘিরছিল। এসময় সেখানে কবির ও শারমিন যায় এবং বেড়া ঘেরার কারণ জানতে চাইলে ঘাতক সিরাজ ক্ষিপ্ত হয়ে প্রথমে কবিরকে ধারালো অস্ত্র (গাছি দা) দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে। এক পর্যায় জীবন বাঁচাতে শারমিন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকেও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

স্থানীয় চেয়ারম্যান সরদার বাহাদুর আলী জানান, গত ৩/৪ বছর ধরে মোমিন সরদার ও জামির সরদার গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই ঘটনার জের ধরে সিরাজুল দু’ভাই বোনকে কুপিয়ে হত্যা করে।
হত্যাকান্ডের পর বিক্ষুব্ধ এলাকাবাসী খুনি সিরাজুল ইসলাম সরদার, মোমিন সরদার, আমিন সরদারের বাড়ীসহ ৪/৫টি বসতবাড়ীতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস’লে গিয়ে পরিসি’তি নিয়ন-ওনে নেয়। তবে পুলিশ খুনিকে গ্রেফতার করতে পারেনি। থানা অফিসার ইনচার্জ ছয়রুদ্দীন আহম্মেদ জানান, খুনিকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।
নিহত কবির হোসেন স’ানীয় দূর্বাডাঙ্গা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং শারমিন আক্তার একই মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘচনায় নিহতদেও পিতা-মাতা ও স্বজনদের আহাজারীতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here