ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::
যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার খড়কী এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান(৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশানুর ইসলাম (১৮)।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর যশোর-চুকনগর সড়কের চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানান।
মণিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশানুর ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চালকিডাঙ্গা গ্রামের ইমন(২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্খাজনক।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি দ্রুতগামী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকীডাঙ্গা এলাকায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো
হযেছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।