মযমনসিংহ- জারিয়া ঝাঞ্জাইল রেলপথে ময়মনসিংহগামী ২৭৫ আপ ( ময়মনসিংহ জারিয়া ঝাঞ্জাইল ) ট্রেনে মঙ্গলবার রাতে সোয়া ১০ টার দিকে ডাকাতি সংঘটিত হয়েছে । এসময় ডাকাতদল একটি বগির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৫ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। পরে শম্ভুগঞ্জ স্টেশনে এসে বিক্ষুব্ধ যাত্রীরা ১ টি বগিতে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রনে আনে । আগুনে একটি বগি পুড়ে যায় । বগিতে বাতি ও নীরাপত্তাকর্মী না থাকায় প্রায়ই এ রেলপথে ডাকাতির ঘটনা ঘটেছে বলে যাত্রীরা জানিয়েছেন।
ট্রেনের যাত্রীরা জানায়, জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা ট্রেনটি শ্যামগঞ্জ রেলওয়ে জংশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছাড়ার পর আউটার সিগন্যাল অতিক্রমের সময় অস্ত্রধারী ৮/১০ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে । ৬০/৭০ জন যাত্রীর নিকট থেকে ৩০/৪০ টি মোবাইল সেট, নগদ টাকা ও মহিলা যাত্রীদের নিকট থেকে স্বর্ণালংকারসহ ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । যাত্রীরা চিৎকার শুরু করলে ১০ যাত্রীকে ছুরিকাঘাত করে আহত করে । পরে গৌরীপুর স্টেশনে পৌঁছার আগেই চলন্ত ট্রেন তেকে ডাকাতদল পালিয়ে যায়। এরপর যাত্রীরা শম্ভুগঞ্জ স্টেশনে এসে বগিতে আগুন জ্বালিয়ে দেয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ