ময়মনসিংহের-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার সীডস্টোর বাজারে সড়ক ও জনপথের জমিতে গড়ে উঠা প্রায় ৫শ’ টি অবৈধ স্থাপনা ও দোকান পাট মঙ্গলবার ভেঙ্গে দিয়ে দখলদারদের উচ্ছেদ করেছে ময়মনসিঙহ সড়ক ও জনপথ বিভাগ । নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল হারুনের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ ।
অভিযানে অংশ নেয়া ময়মনসিংহ সড়ক ও জনপথ বিবাগের নির্বাহী প্রকৌশলী জিকরুল হাছান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৪ ল্যানে উন্নিত করন কাজের সুবিধার্থে সড়ক ও জনপথের জমি অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে ।
তিনি আরো জানান, গাজীপুর জেলার নয়নপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে । মঙ্গলবার ত্রিশালের রাঘামার ও ভালুকার সীডস্টোর বাজারে অতিরিক্ত পুলিশের সাহায্য নিয়ে বোলডোজার লাগিয়ে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় সিডস্টোর বাজারে মসজিদ মার্কেট , কাঁচা বাজার , বাসস্ট্যান্ড এলাকা , গরু হাট , তেলের পাম্প , ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকার প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ অভিযানে সিডস্টোর বাজারের ৪ শ’ থেকে ৫শ’ ছোটবড় বিভিন্ন দোকান মালিক ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়েছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ ময়মনসিংহ