ডেস্ক রিপোর্ট::  ময়মনসিংহে নৈরাজ্য সৃষ্টি চেষ্টার অভিযোগে ‘চাঁদাবাজ’ মশিউর রহমান রানাসহ ছয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আওয়াল মিয়া (৫২), মশিউর রহমান রানা (৪৪), হুমায়ন কবীর (৪০), মুকুল ওরফে কালা মিয়া (৫০), বাকি বিল্লাহ ওরফে মিনহাজ আকন্দ (৩০) ও কামাল হোসেন (৪৮)।

এর মধ‍্যে মশিউর রহমান রানা নগরীর চরপাড়া এলাকার অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি এবং নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে পরিবহন সেক্টরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

মশিউর রহমান রানার স্ত্রী স্বপ্ন খন্দকার জেলা আওয়ামী মহিলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। মূলত স্ত্রীর রাজনৈতিক প্রভাবেই রানা এসব অপকর্ম করত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে বতর্মানে স্বপ্না খন্দকার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক রয়েছেন।

এ ছাড়াও গ্রেপ্তার হওয়া অন‍্য আসামিরা নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন‍্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here