মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ::

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোাগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রমাসন ও জেলা মৎস্য অফিস যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান মৎস্য সপ্তাহ
উপলক্ষে গৃহীত কর্মসূচি বর্ণনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা
প্রশাসক মাহবুব উল ইসলাম, সিনিয়র জেলা মৎস্য সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কর্মকর্তা মাসুদ
পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

আগামী এক সপ্তাহ মৎস্য দিবস পালন করা হবে। সেই সাথে বিভিন্ন স্থানে পৌনা অবমুক্ত করা হবে বলে জেলা মৎস্য অধিদপ্তরের
পক্ষে থেকে জানানো হয় সংবাদ সেেম্মলনে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here