ডেস্ক নিউজ:: শেষ মুহূর্তে নাটকীয়ভাবে লিগ লিডার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লিডস ইউনাইটেড। এবারের লিগে এটা সিটির চতুর্থ হার। এই হারের পরও বেশ বড় ব্যবধানেই শীর্ষস্থান ধরে রেখেছে সিটি। ৩২ ম্যাচে গার্দিওলার দলের পয়েন্ট ৭৪, ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। লিডসের দুটি গোলই করেন আইরিশ মিডফিল্ডার স্টুয়ার্ট ডালাস।

ইত্তেহাদ স্টেডিয়ামে দাপটের সঙ্গেই শুরু করেছিল স্বাগতিক সিটি। তবে খেলার ধারার বিপরীতে ৪২ মিনিটে লিডসকে এগিয়ে দেন ডালাস। গোলের আনন্দ শেষ হতে না হতেই লাল কার্ড দেখে বসেন লিডস অধিনায়ক কুপার। গ্যাব্রিয়েল জেসুসকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দিলেও ভিএআর দেখে লাল কার্ড দেন রেফারি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলে লিডস।

এর মধ্যে ৭৬ মিনিটে সমতা নিয়ে ফেরান তোসের। তবে ইনজুরি টাইমে অত্যন্ত ঠান্ডা মাথায় এডারসনকে পরাস্ত করে লিডসকে এক স্মরণীয় জয় এনে দেন ডালাস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here