মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি ::

নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এ সময়ের সবার প্রিয় চিত্রনায়িকা মৌ খান। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমার নাম ‘ডিলিট’। এটি নির্মাণ করবেন সুজন বড়ুয়া। পরিচালক জানান, সিনেমাটি নির্মিত হবে ফ্যান্টাসি রোমান্টিক প্রেমের গল্পে। বাস্তবে যা এখনো হয়নি এমন একটি প্রেমের গল্প উঠে আসবে এখানে।আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকার কিছু মনোরম লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে শুরু হবে এর দৃশ্য ধারণ। তারপর সিলেটসহ নানা অঞ্চলে চলবে চিত্রায়ন।  

সিনেমার নামকরণ প্রসঙ্গে সুজন বড়ুয়া বলেন, ‘মানুষের প্রেম-ভালবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে সিনেমায়। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ প্রেম থেকে তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।’নির্মাতা আরো  জানান, সিনেমার নায়ক এখনো নিশ্চিত হয়নি। খুব শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পী তালিকা প্রকাশ করা হবে।

মৌ খান সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নায়িকা বলেন, ‘নতুন চলচ্চিত্রের গল্পটি ভীষণ চমৎকার। পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এজন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করব ছবিটি দর্শককে হলে টানবে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here