সজল দেব,মৌলভীবাজার :
মৌলভীবাজার সদর মডেল পৌরসভার ১২৫বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন জানান, আগামী ২রা এপ্রিল পৌরসভার ১২৫ বছর পূর্তি হবে। এউপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান, দালিলিক বই প্রকাশনাসহ অনুষ্ঠানে পৌর নাগরিকের শতভাগ উপসি’তিতে মিলনমেলায় পরিণত করা হবে।
মেয়র অনুষ্ঠানকে সফল করে তুলতে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শসহ সব ধরনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, প্রেসক্লাব সহ-সভাপতি আবদুল হামিদ মাহবুব,সাধারন সম্পাদক এস এম উমেদ আলী, বকসি ইকবাল আহমদ,আকমল হোসেন নিপু, ফেরদৌস আহমেদ,শেখ সিরাজুল ইসলাম সিরাজ,এম শাহজাহান আহমদ,পান্না দত্ত,প্রত্যুষ তালুকদার,সালেহ এলাহী কুটি, হাসানাত কামাল প্রমূখ।
এসময় সাংবাদিকরা অনুষ্ঠানকে সফল করতে সব ধরনের সহযোগিতার কথা উল্লেখ করে শিশুপার্ক স’াপন, বেরিলেইকের পাড় থেকে ট্রাক স্ট্যাণ্ড উঠিয়ে নেওয়া, ইজিবাইকের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ পর্যটন ইত্যাদি বিষয়ে মেয়রের সাথে কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরও উপসি’ত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, আলহাজ্ব আয়াছ আহমদ, আসাদ হোসেন মক্কু, স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমূখ।