সজল দেব, মৌলভীবাজার
দেশব্যাপি নৈরাজ্য, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, গুম, হত্যা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতার নেতা-কর্মীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে রোববার দূপুরে এক বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নেতা-কর্মীরা একত্রিত হয়ে মিছিলের প্রস’তি নিলে পুলিশ শহীদ মিনার ফটকে তালা ঝুলিয়ে তাদেরকে আটকে দেয়। ফটকের বাইরে অস্থান নেয় পুলিশ। বিএনপির নেতা-কর্মীরা তালা ভেঙ্গে অবরুদ্ধ অবস্থা থেকে বাইরে আসার চেষ্টা করলেও পুলিশের তীব্র বাঁধার কারনে তা সম্ভব হয়নি। তখন নেতা-কর্মীরা বাধ্য হয়ে তালাবদ্ধ অবস’ায় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে ও আশিক মোশারফের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে জেলা বার সভাপতি ও বিএনপি নেতা এডভোকেট মুজিবুর রহমান, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকশী মিসবাউর রহমান, ইউছুফ আলী, ফয়ছল আহমদ, জিতু মিয়া, বেগম আনহারা ইসলাম, যুবদল নেতা হেলু মিয়া, মুজিবুর রহমান মজনু, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ গেইট অবরূদ্ধ করে রাখে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে ছিল।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ক্ষমতাসীন কিংবা বিরোধীদল কোন পক্ষই রাস’াঘাটে মিছিল ও সমাবেশ না করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিএনপির নেতা-কর্মীরা যে স’ানে জড়ো হয়েছিলেন সেখানেই সমাবেশ করেছেন। বাইরে না আসার জন্য পুলিশ বেষ্টনী দেওয়া হয়েছিল।