মৌলভীবাজার স্কুল ছাত্র হত্যাকারী সন্দেহে ৪জনকে পুলিশ আটক করেছে। সদর উপজেলার সম্পদপুর এলাকা থেকে ১৬দিন পূর্বে হাত-পা বাঁধা অবস্থায় স্কুল ছাত্র মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করেছিল পুলিশ। তখন সন্দেহ ভাজন হিসাবে ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হত্যা করার সাথে জড়িত আরো ৪ জনকে শনিবার গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ১২ জানুয়ারী সম্পদপুর গ্রামের ওয়ালিদ(৩২), আবুল হোসেন(৫০) ও চুন্নু মিয়া(৩৮) কে গ্রেফতার করে জেলা হাজতে প্ররেন করা হয়। তারই সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে র্দীঘ ১৬ দিন পর মাহবুবুর রহমান (১৩) নামের স্কুল ছাত্রকে হাত-পা বাঁধা মাটিতে পুতে রাখে একই এলাকার শিপন(২৫) রিপন(২৭), রমযান আলী(৫১) ও জসিম(৩২) কে মোবাইল ফোন টেকিং করে ১৬ দিন পর গ্রেফতার করা হয়। আরো অনেক কিছু রয়েছে তদনেত্ম্যর কারনে বলা যাচ্ছে না বলে জানান সহকারী পুলিশ সুপার। এ সময় সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, আব্দুল আহাদ ও মডেল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে শহরের ক্লাব সড়ক থেকে ৫শ গ্রাম গাজা ও ৫০লিটার মদসহ বাল্য ভাস্কর(৪০) নামে একজন আটক করে পুলিশ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার