মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বিনোসনা গ্রামের প্রবাসী নুরুল ইসলামের বাসায় গত ৩ ফেব্রম্নয়ারী বিকালে সন্ত্রাসীরা হামলা চালায়। এ হামলায় বাসার মালিক নুরুল ইসলাম সহ তিনজন গুরুতর আহত হয়এলাকাবাসী ও মামলা সুত্রে জানা যায়, বহুদিন ধরে প্রবাসী নুরুল ইসলামের জমিজমা নিয়ে একই এলাকার মৃত সাজিদ মিয়ার ছেলে মোস্তফা কামাল এর সাথে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে গত ৩ ফেব্রম্নয়ারী মোসত্মফা কামাল গংরা প্রবাসী নুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার বাসায় অতর্কিত হামলা চালায়। তখন মোস্তাফা কামাল ধারালো দা দিয়ে তার বাসার কেয়ারটেকার গিয়াস মিয়া(৩৫)কে এলোপাথারে কুপাতে শুরু করে এ সময় নুরুল ইসলাম ও আলাই মিয়া এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদেরকে এলাকাবাসী মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরির্দশন করেন।

প্রবাসী নুরুল ইসলাম জানান, গ্রামের বাড়ির সব জায়গা জমি মোস্তফা কামাল দেখা শুনা করতো। আমি প্রবাসে থাকার কারনে আত্বস্বাদের উদ্দ্যেশে জমি গুলো দখলে নিতে চায় মোস্তফা কামাল।  আমি দেশে আসার পর এ খবর শুনে মোস্তফা কামালের সাথে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে আমাকে প্রান নাশের হুমকী দেয়। এরই জের ধরে মোস্তফা কামাল বাড়িতে হামলা চালিয়ে আমি সহ আরো দুজনকে প্রান নাশের উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে । আমাদের চিৎকারে এলাকা বাসী  সন্ত্রাসী মোস্তফা কামালের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মোসত্মফা কামাল সহ ৮ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা করা হয়েছে। এ মামলার মূল আসামী মোসত্মফা কামাল কে পুলিশ গ্রেফতার করার পর আদালতে প্রেরন করে । আদালত থেকে সোমবার জামিন পেয়ে মোস্তফা কামাল এলাকায় ফিরে এসেছে। তার জামিনে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনে সহোযগিতা কামনা করছি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৗলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here