দায়িত্বপালনে অবহেলার কারনে সাজাপ্রাপ্ত ডাক্তারের মুক্তির দাবীতে মৌলভীবাজার জেলার সকল সরকারি ডাক্তাররা শুক্রবার থেকে অর্নিদিষ্ট কালের জন্য কর্মবিরতী পালন করছে। বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারে সদর হাসপাতালে সরকারী দায়িত্ব পালন না করে ডায়াগষ্টিক সেন্টারের চিকিৎসারত অবস্থায় ডাঃ মাহমুদুল আহমদ ও ডায়াগষ্টিক সেন্টারের ম্যানাজার আসাদুর রহমানকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত করেছিল।
এদিকে ডাঃ মাহমুদুল আহমদ এর মুক্তি দাবী করে সরকারী ডাক্তার আজ সকাল থেকে কাজে যোগ না দিয়ে অনিদিষ্টকালের ধর্মঘট এর ডাক দিয়েছেন। ফলে হাসপাতালে চিকিৎসারত রোগীরা বিনা চিকিৎসায় চরম দূভোগে পরেছেন।
দীর্ঘদিন ধরে কিছু অসাধু ডাক্তাররা মৌলভীবাজারে হাসপাতালে সরকারী দায়িত্ব পালন না করে ডায়াগষ্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকার অভিযোগে রয়েছে। তারই পরিপেক্ষিতে সদর হাসপাতালে সরকারী দায়িত্ব পালন না করে ডায়াগষ্টিক সেন্টারের চিকিৎসারত অবস্থায় ডাঃ মাহমুদুল আহমদকে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এব্যাপারে বিএমএ এর সাধারন সম্পাদক ডা: মো: শাহজাহান চৌধুরী জানান, ডাক্তারকে গ্রেফতার ও আটকের ঘটনার জন্য আমরা অনিদিষ্ট কালের এই আন্দোলন করতে বাধ্য হয়েছি। তার নি:শ্বার্ত মুক্তি ও যারা এই ঘটনা ঘটিয়েছেন অভিলম্বে তাদের অপসারণ না করা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ অবস্থা চলতে থাকলে জেলার সাধারন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিনা চিকিৎসায় মারা যাবে। রোগীদের চরম ভোগানত্মীর কথা চিন্তা করে এরকম কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানান জেলার সচেতন মহল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার