সজল দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ফলাউন গ্রামে এক মধ্যবয়সী মহিলাকে ঘরে প্রবেশ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুস্কৃতিকারীরা।
পুলিশ ও এলাকাবাসী জানান স্ত্রী সবিতা রানীকে একা ঘড়ে রেখে স্বামী মঞ্জু গোপাল মালাকার শুক্রবার সন্ধ্যায় পার্শবর্তী এলাকায় প্রাইভেট পড়াতে যান। পড়ানো শেষে রাত সাড়ে ৯ টার দিকে ঘরে ফিরে দেখেন ঘরের মেঝে তার স্ত্রীর বুকের উপর একটি ধানের বস-া ও মুখের উপর মশলা বাটার পাটা চাপা রয়েছে। এ দৃশ্য দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে জড়ো হয় এবং তাকে মৃত অবস’ায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ ময়না তদনে-র জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। শনিবার দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিহতের ময়না তদন- শেষ হয়েছে। সবিতা রানীর স্বামী জানান এ সময় ঘরে রক্ষিত নগদ ৮ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
মডেল থানা অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ ছালেহ জানান, পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে। ডাকাতি করতে বাঁধার কারণ না পূর্বের শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।