মৌলভীবাজার মডেল থানার পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুনিয়া রনভীম গ্রামের একটি বাঁশ ঝাড়ের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে। শনিবার কঙকালের ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাফর ছালেহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধাকৃত কঙ্কালের বয়স, পুরুষ না মহিলা ইত্যাদি সনাক্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতা কে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনে মেডিকেল বোডের পরামর্শে কঙ্কালটির ডিএনএ টেস্ট করানো হবে।

অপর দিকে এই কঙ্কাল উদ্ধারের ২১ দিন আগে একই এলাকার ফাহিমা (৭) নামে একটি শিশু নিখোঁজ হয়। এই ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় একটি জি ডি এন্ট্রি করা হয়েছে। পুলিশের ধারণা উদ্ধারকৃত কঙ্কালটি নিখোজ ফাহিমার হতে পারে। তবে নিখোজ ফাহিমার বাবা সুন্দর মিয়া তা বিশ্বাস করতে পারছেন না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here