মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানের পাশ্ববর্তী এলাকা থেকে রোববার রাতে মহিলাসহ ৭ জন গাড়ী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ ।

এ সময় শ্রীমঙ্গল থানার এস আই ছিনতাইকারীদের আঘাতে আহত হন। ধৃত ছিনতাইকারীদের কাছ থেকে একটি নোহা গাড়ী উদ্ধার করা হয়েছে ।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রোববার রাতে শ্রীমঙ্গল শহরের ফুলছড়া এলাকা থেকে আনত্মঃ বিভাগ গাড়ী ছিনতাইকারী চক্রের  সাত সদস্যকে আটক করেন। এ সময় ছিনতাইকারীদের আঘাতে এস আই সোহেল আহত হয়। আটক ছিনতাইকারীদের নিকট থেকে ছিনতাই হওয়া একটি নোহা গাড়ী উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো সদর উপজেলার আতানগীরী এলাকার চান্দ আলীর ছেলে রজব আলী(২২) একই এলাকার সাবুল মিয়ার ছেলে হান্নান(৩৫), সুনামগঞ্জ জেলার জগ্ননাথপুর উপজেলার আহমদাবাদ এলাকার মৃত আজর উলস্ন্যার ছেলে তারেক মিয়া(২৫) একই এলাকার লাল মিয়ার ছেলে আকবর আলী(২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মৃত আজগর আলীর মেয়ে নিলুফা আক্তার জেসমিন(২০), বিশ্বনাথ উপজেলার বাইসঘর এলাকার সানুর মিয়ার ছেলে সোহেল আহমদ(২৮) ও একই উপজেলার শ্রীপুর এলাকার মাহমুদ আলীর ছেলে সাইফুল ইসলাম সোরাব(২৮)।

আটককৃত ছিনতাইকারীদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায় ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here