মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকার তুহিন আহমদ(২৮) কে শুক্রবার সকাল ১১টায় মাদকসেবী শাহান এলোপাতারী চুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। অপরদিকে বড়লেখা উপজেলার সওদাগর ইটবাটায় মাটিরপ্রেসার মেশিনে পিষ্ট হয়ে দুপুরে এক কিশোর শ্রমিক শরিফুল ইসলাম(১৩) নিহত হয়।

পুলিশ ও পরিবার সূত্র  জানায়, পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকার মহবত মিয়ার ছেলে তুহিনের কাছ থেকে মোস্তফাপুর এলাকার মাদক বিক্রেতা শাহান টাকা ধার নিয়েছিল। শুক্রবার সকালে তুহিন টাকা চাইলে শাহান উত্তেজিত হয়ে তুহিনকে এলোপাতারী চুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। শাহান পলাতক রয়েছে। অপরদিকে বড়লেখা উপজেলার সওদাগর ইটবাটায় মাটিপ্রেসার মেশিনের কাপড় পেছিয়ে পিষ্ট হয়ে কিশোর শ্রমিক শরিফুল ইসলাম নিহত হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here