পবিত্র ঈদে এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে গাউছিয়া আহমদিয়া আশেকান পরিষদ ও শ্রীমঙ্গল পূর্বাশাস্থ গোলজারে আহমদিয়া খানেকায়ে হাশেমিয়া শাথার উদ্যোগে পবিত্র জশনে জুলুজে ঈদে মিলাদুন্নবী  (দঃ) অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মিলাদুন্নবী  (দঃ) এর একটি বিশাল র‌্যালি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদড়্গিন করে। র‌্যালি শেষে দুপুর ৩টা থেকে ওয়াজ মাহফিলের শুরু হয়। যা আজ শুক্রবার রাত ১২টা পর্যনত্ম চলবে।

মুফতিয়ে আজম মাওলানা রহমানপূরীর সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বোয়ালখালিস্থ পীর মূর্শেদ বরহক, সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, সৈয়দ মোঃ আবুল হাসেম শাহ মাইজভান্ডারী। দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here