সজল দেব ,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বুধবার রাতে বিভিন্ন স’ানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে সদর থানা পুলিশ। এ অভিযানটি সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত  হয়েছে।

সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গত কয়েক মাসে জেলার বিভিন্ন স’ানে পর পর কয়েকটি ডাকাতি সংঘটিত হয়েছে । এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন-ঃ জেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো (১)আব্দূর মন্নাফ (৫০), পিতা- মৃত মিম্বর আলী সাং- পাইকপাড়া,হবিগঞ্জ,(২)বেলাল মিয়া (২৫),পিতা-মৃত ইসমাইল মিয়া সাং- কাজিরগাও,মৌলভীবাজার, (৩)আব্দুস সুবহান ,পিতা-ফিরোজ মিয়া, সাং-রংঙ্গার পাড়,কমলগঞ্জ, (৪) সুহেল মিয়া (২৫ ), পিতা- শামছু মিয়া,সাং-শ্রীমঙ্গল,(৫)ফরিদ গাজী, পিতা-সাদেক গাজী, সাং-কাজীরগাও, মৌলভীবাজার (৬)রোজিনা আক্তার (২২),স্বামী-বেলাল আহমদ,কাজিরগাও,মৌলবীবাজার।

ইতিপূর্বে জেলায় সংগঠিত বিভিন্ন ডাকাতিতে এরা জড়িত ছিল। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে গ্রীল কাটার,স্লাই,স্ক্রু ড্রাইভার,ছোট দা,রামদা, ছয়টি মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে । এ অভিযান অব্যাহত রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here