সজল দেব, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার উত্তর বাড়ন-ী গ্রামের নুরুল ইসলাম(৫২)কে হত্যা করেছে তার আত্বীয়স্বজনরা। বৃহস্পতিবার রাত ১২ টায় তার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বাড়ন্তী গ্রামের নিহত নুরুল ইসলামের সাথে বহুদিন যাবৎ জমিজমা নিয়ে পারিবারিক মনোমালিন্য চলছিল। নিহতের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে যাচ্ছে তার নিকট আত্বীয়রা। তারই সুত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি অটোরিক্সায় নিহত নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করিয়া অতর্কিত ভাবে আক্রমন করিয়া এলোপাথারী ভাবে কিল ঘুষি লাথি মারিয়া গুরুতর আহত করে।

আহত অবস’ায় মাটিতে পরিয়া গেলেও সন্ত্রাসীরা তাকে পায়ের নিচে ফেলে বুকের উপর লাফাতে থাকে। তখন তার স্ত্রী  রুবি বেগম আগাইয়া গেলে তাকেও তারা আহত করে। রুবি বেগমের চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সন্ত্রসীরা পালিয়ে যায়। এলাকাবাসী আসিয়া গুরূত্বর আহত নুরুল ইসলামকে উঠান হইতে ঘরে নিয়া বিছানার উপর রাখেন। বিছানায় রাখার পর পরই তিনি মারা যান বলে নিহতের স্ত্রী জানান।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাফর ছালেহ বৃহস্পতিবার রাত ১ টায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত নুরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা  দায়ের করেছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here