মৌলভীবাজার সদর উপজেলার শালিকোনা হাওর থেকে বৃহস্পতিবার দুপুরে হাত বাঁধা অবস’ায় বস্তাবন্ধী এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মাহবুবুর রহমান (১৩) নামে এক স্কুল ছাত্রকে হাত বাঁধা অবস’ায় বস্তাবন্ধী করে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকালে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে নিজেকে প্রতিবেশী শিপন পরিচয় দিয়ে একলোক মাহবুবকে ১টি বাজারের ব্যাগ নিয়ে বাড়ির উত্তরপাশে যেতে বলে। মাহবুব ফোন পেয়ে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজির করেও মাহবুবের কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে থানায় ১টি সাধারণ ডায়েরি (জিডি) করে। নিহত মাহবুব ওই ইউনিয়নের সম্পদপুর গ্রামের মাওলানা জাহির আলীর ছেলে।

মডেল থানার এসআই  হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বস্তা বন্ধী অবস’ায় মাহবুবের হাত ২টি পেছনের দিকে বাঁধা ছিল এবং মুখের ভেতর প্লাস্টিকের ব্যাগ গোঁজা ছিল। তাকে কে বা করা হত্যা করে লাশ হাওরে ফেলে রেখেছে।

সজল দেব, মৌলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here