সজল দেব, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউপির মনরাজ গ্রামের প্রবাসী নূর মিয়ার বাড়ী থেকে স্ত্রী জোসনা বেগম (৩১) এর লাশ ৫ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানা পুলিশ উদ্ধার করে।

জোসনা বেগমের লাশ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। ২ সন-ানের জননী জোসনা আত্মহত্যা করেছে জানানো হলেও অনেকেই বলছেন দেবর ও শশুরবাড়ীর লোকজনের নির্যাতনে জোসনা বেগমকে হত্যা করা হয়েছে। নিহত জোসনা বেগমের বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায়।

স্বজনরা  লাশের সামনে দাড়িয়ে কান্না জড়িত কন্ঠে বলেন বিয়ের পর থেকেই শশুর বাড়ীর লোকজন জোসনাকে নির্যাতন করত। জোসনার মৃত্যু নিয়ে ধ্রুবজালের সৃষ্টি হয়েছে জনমনে এটা কি হত্যা না আত্মহত্যা?

এ ব্যাপারে কুলাউড়া থানার এস আই রশিদ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। লাশের সুরত হাল রিপোর্ট অনুযায়ী পরর্বতীতে ব্যবস’া নেয়া হবে। এ সংবাদ লেখা পর্যন- থানায় মামলা দায়েরের প্রস’তি চলছিল।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শুক্রবার কুলাউড়ার কর্মধা ইউনিয়নের হাশিমপুর গ্রামের প্রবাসী সাজু মিয়ার স্ত্রী জোসনা বেগমের (২০) গলায় ফাঁস লাগানো অবস’ায় লাশ কুলাউড়া থানা পুলিশ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here