বরিশাল- পটুয়াখালী মহাসড়কের মৌকরন ব্রীজের ঢালে যাত্রীবাহী বাস দূর্ঘটনায় ৩জন নিতহ ও ৩২ জন আহত হয়েছে। আহতদেরকে পটুয়াখালী ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল সাড়ে ৯টায় বরিশাল থেকে পটুয়াখালী গামী খানজাহান আলী পরিবহন(চট্ট মেট্রো-জ-১১০০৭৮) গাড়িটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়ীকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের ঢাল থেকে ছিটকে প্রায় ২৫ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বরিশালের উজিরপুরের সুজন বিশ্বাস(৩০) নিহত হয়। এসময় বাসের আরো ৩২ যাত্রী মারাত্মক আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দূঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ১৯ জনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেছে। বাসের একাধীক যাত্রী জানান,গুরুতর অবস্থায় বরিশাল নেয়ার পথে আরো দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
এ ঘটনায় শিশু ও নারীসহ কমপক্ষে ৩২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬জনকে গুরুতর অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরা হলেন- মতিউর রহমান (৫০), বিশ্বনাথ (৭০), নুর মোহাম্মদ (৪৮), খাদিজা (৪০), মনির (৪০), রুমি (৩৮), সর্তমন্ডল (৪৫), বদিউজ্জামান (৪০), ফরিদা (৫০), হাসান (৪০), বিশ্বনাথ (৬০), জিএম জহির (১৭), রাসেল (৩০), জয়নাল (৭০), মকবুল (৩০) এবং ফয়সাল আহমেদ (২২)। এদের সবার বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেয়াজ আহতদের বরাত দিয়ে জানান, খানজাহান আলী পরিবহনের (ঢাকা মেট্রো ঝ ১১-০০৭৮) একটি যাত্রীবাহি বাস বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের মৌকরন ব্রিজের দক্ষিণ পাশের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।তিনি আরো জানান, খবর পেয়ে দুমকী থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে পাঠায়।পটুয়াখালী সদর থানা ওসি মনিরুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে ভতির্র পর বেলা পৌনে ১১টার দিকে হকার সুজন বিশ্বাস মারা যান।ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে দূর্ঘটনার পর পরই পটুয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনসার উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মামুনুর রশিদ/বরিশাল