ডেস্ক রিপোর্ট::  রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে চাকু ও ব্লেডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।

পুলিশের দাবি, তিনজনই ছিনতাইকারী। সুযোগ বুঝে তারা মোবাইল মানিব্যাগ ধরে টান মারে। ধরা পড়লে ব্লেড দিয়ে আঘাত করে।

গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল (২৯), সজিব (১৯) ও মো. মালেক (৩৩)।

মঙ্গলবার (২৫ জুন) রাতে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার তিনজনই চিহ্নিত ছিনতাইকারী। তারা কারওয়ান বাজারকেন্দ্রিক ছিনতাই করে থাকে। মূলত বাজারে আসা লোকজনই তাদের প্রধান টার্গেট। গাড়িতে করে আসা কিংবা যাওয়ার সময় তারা মোবাইল অথবা মানিব্যাগ টান দিয়ে নিয়ে যায়। আবার বাজার শেষে হেঁটে যাওয়ার সময়ও হাত থেকে টান মেরে মোবাইল অথবা মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এসময় কেউ বাধা দিলে কিংবা ধরা পরলে তারা ব্লেড, ছুরি দিয়ে আঘাত করে। গতকালও তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে কারওয়ান বাজার শুটকিপট্টি খান হোটেলের সামনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে দুটি চাকু এবং একটি ব্লেড উদ্ধার করা হয়। তারা এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। কিন্তু জামিনে বের হয়ে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তার শাকিলের বিরুদ্ধে ৪টি, সজিবের বিরুদ্ধে ৫টি এবং মালেকের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলেও জানান ওসি মহসীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here