তুমি চাইলে
-মোঃ জাকির হোসাইন
তুমি চাইলে চন্দ্র হয়ে
আলো দিবো ভরপুর
তুমি চাইলে সূর্য হয়ে
দিবো আমি রোদ্দুর!
তুমি চাইলে পাহাড় হবো
কাড়বো সবার দৃষ্টি
তুমি চাইলে মেঘ থেকে আজ
ঝরবে অঝর বৃষ্টি!
তুমি চাইলে তোমার বিশ্ব
ভরবো ফুলে-ফুলে
তুমি চাইলে এনে দিবো
হাজার পদ্ম তুলে!
তুমি চাইলে পাখি হবো
মেলবো দু’টি ডানা
তোমায় নিয়ে উড়াল দিবো
শুনবো না আর মানা!
তুমি চাইলে অথই সাগর
দিবো আমি পাড়ি,
তুমি চাইলে সুখের রাজ্যে
গড়বো সুখের বাড়ি।