
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সিরাজপুর ইউপির ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর এলাকার মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় গৃহবধূ হাজেরা খাতুন (৪৮) ছোট মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের বিভিন্ন কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি ওই এলাকার নূর নবীর স্ত্রী।দাম্পত্য জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন।
মর্মান্তিক এ মৃত্যুতে আনন্দের পরিবর্তে বাড়িতে চলছে আহাজারি। সর্বত্র বিরাজ করছে শোকাচ্ছন্না পরিবেশ। পরিবারের স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। বিয়ে বাড়ীতে এখন শুধুই নিস্তব্ধ মানুষ ।মৃত্যুতে গ্রামবাসীও যেন বাকরুদ্ধ হয়ে গেছেন।