দীর্ঘদিনের দূর্নীতি বন্ধের দাবীতে আওয়ামী লীগের একটি অংশ সাব রেজিষ্ট্রারের অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট’র নেতৃত্বে এই ঘেরাও কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে সাব রেজিষ্ট্রি অফিসের সামনে গেলে রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকরা ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যায়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রশাসক এ্যাড. মিয়াজান আলী তাদের সাথে যোগ দিয়ে  জেলা রেজিষ্ট্রার ও সাব রেজিষ্ট্রারের সাথে দেখা করেন। তিনি ঐ দুই কর্মকর্তাকে বলেন, সরকারি ফিসের হার এবং আপনাদের সেল ফোন নম্বর প্রকাশ্যে দেখা যায় এমন জায়গায় ঝুলিয়ে রাখবেন। পাশাপাশি অবিলম্বে ‘দলিল লেখক সমিতি’ নামের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সব ধরণের দূর্নীতি বন্ধ করতে হবে। এছাড়া গাংনী উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসটিকেও ষ্ট্যাম্প ভেন্ডার আশরাফুলের বাড়ি থেকে সরকারি ভবনে নিয়ে আসার নির্দেশ দেন।

ঘেরাও শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে গোলাম রসুল বলেন, মেহেরপুর-১ আসনের এমপি জয়নাল আবেদীনের ছত্রছায়ায় রেজিষ্ট্রি অফিসে সিন্ডিকেট তৈরি করে সরকারি ৮ পার্সেন্টের জায়গায় ১৬ পার্সেন্ট হারে ফিস আদায় করা হচ্ছে। এ হিসেবে গত তিন বছরে জনগণের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেটটি। তিনি আরও বলেন আওয়ামী লীগ সাবরেজিষ্ট্রি অফিস কাউকে লিজ দেয়নি। এই সিন্ডিকেটের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি এমপির আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তেমনি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের আমলনামা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। সংসদ সদস্য হয়ে কিভাবে তিনি সম্পদের পাহাড় গড়েছেন তা মেহেরপুরের মানুষ জানে।

জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আব্দুল মান্নান বলেন, মেহেরপুর সাবরেজিষ্ট্রি অফিসে সরকারি ফিসের তুলনায় দ্বিগুণ ফিস নিয়ে জমি রেজিষ্ট্রি করাচ্ছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যের সাঙ্গপাঙ্গ। এই অবৈধ আয়ের একটি অংশ নিচ্ছেন সংসদ সদস্য নিজে, তার স্ত্রী ও পরিবারের লোকজন। দূর্নীতি মুক্ত দেশ গড়া বর্তমান সরকারের একটি লক্ষ্য। এ লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সাব-রেজিষ্ট্রি অফিস ঘেরাও করা হয়েছে। আগামীতে মেহেরপুর থেকে দূর্নীতির ম মূলোৎপাটন করার লক্ষ্যে আরও কঠোর কর্মসূচী হাতে নেয়া হবে।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারি জেলা রেজিষ্ট্রারের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ্যাড. কামরুল ইসলামের সামনে এই দূর্নীতির কথা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রশাসক এ্যাড. মিয়াজান আলী।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামিজ আহসান/মেহেরপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here