জাহিদ মাহমুদ মেহেরপুর
মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন বামন্দী ক্যাম্পের সামনে থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ সবুজ আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দী ক্যাম্প ইনচার্জ ওসমান গনি। সে এ উপজেলার রামদেবপুর গ্রামের কাঠালপাড়ার আবু তালেবের ছেলে।
বামন্দী ক্যাম্প ইনচার্জ ওসমান গনি জানান, রবিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া থেকে বামন্দীর উদ্দেশ্যে আসা একটি ইজিবাইকে ক্যাম্পের সামনে তল্লাসী চালানো হয়। তল্লাসী চালিয়ে ইজিবাইকের টুল বক্সের মধ্য থেকে উক্ত ফেন্সিডিল পাওয়া যায়। পরে ফেন্সিডিলসহ সবুজ আলীকে গাংনী থানা বরাবর প্রেরন করা হয়।