“এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু : নয় একটিও আর বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার”এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস-২০১১ উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা করেছে স্বাস্থ্য বিভাগ। আজ সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যলি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জনের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ। আলোচনা সভায় বক্তারা এইডস প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামিজ আহসান/মেহেরপুর