মেহেরপুরের পৃথক দুটি স্থান থেকে ৪টি বোমা, ১টি এলজি সার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

মেহেরপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সর্দ্দার রকিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের একটি রাইচ মিলের পাশে অভিযান চালায় গাংনী থানা পুলিশ। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি তাজা বোমা উদ্ধার করা হয়। অপরদিকে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মেহেরপুর শহরের বনবিভাগ এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি এলজি সার্টারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে দুটি ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামিজ আহসান/মেহেরপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here