মেহেরপুর শহরের উপকন্ঠে উজুলপরে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে লিটন ও সারেজুল নামের দুই ইটভাটা শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হয়েছে। এরা সবাই আলগামনে চেপে ইটভাটায় কাজে যাচ্ছিল। নিহত লিটন সদর উপজেলার মনোহরপুর গ্রামের মোশারফের এবং সারেজুল তেরঘরিয়া গ্রামের তাহাজদ্দিনের পুত্র। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- মনোহরপুর গ্রামের কুরবান (২৭), মজিদ (২৫), আজিত (২৬), সালাম (২৮), রশিদ (৩০), আবু সিদ্দিক (২৭), রফিকুল (৩২), ছফা (২৫), তেরঘরিয়া গ্রামের ইফা (২৯)। মঙ্গলবার সকাল ৭টার সময় মেহেরপুর-কাথুলি সড়কের উজলপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে। লিটন ঘটনাস্থলে নিহত হলেও সারেজুলকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোহের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৭টার সময় মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রাম থেকে আলগামনে চেপে ১৫ জন শ্রমিক ইটভাটায় কাজে যাচ্ছিল। এ সময় উজলপুর গ্রামের টপ মার্কেটের সামনে একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৪৬৫৩) আলগামনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় লিটন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী যাওয়ার পথে সারেজুল মারা যায়। এ সময় আহত হয় ১০ জন। ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় কুতুবপুর গ্রামবাসী ড্রাইভার মহসিন আলী সহ ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রামিজ আহসান/মেহেরপুর