লা লিগায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে দুর্বল লেগানেসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। শুরুটা বার্সার দুর্দান্ত হলেও এক পর্যায়ে খেলা ১-১ গোলে সমতায় ছিল। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে বিপদ থেকে রক্ষা করেন মেসি।

রবিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লেগানেসের মুখোমুখি হয় কাতালানরা। শুরুটা দুর্দান্ত করা বার্সেলোনা ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয়। লুইস সুয়ারেজের পাস থেকে বার্সাকে এগিয়ে দেন মেসি। পরে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর প্রতিরোধের দেয়াল তৈরি করে লেগানেস। পাশাপাশি পাল্টা আক্রমণে ৭১ মিনিটে উনি লোপেজের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

ম্যাচটির এক পর্যায়ে বার্সা সমর্থকরা ভেবেই নিয়েছিলো ড্র নিয়েই মাঠ ছাড়বে দু’দল। তবে নির্ধারিত সমেয়র শেষ মিনিটে প্রতিপক্ষের ফাউলে পেনাল্টি পায় বার্সা। আর সেই সুযোগে বার্সার জয় নিশ্চিত করতে কোনো ভুল করেননি মেসি।

এ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো বার্সা। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। অন্যদিকে, দুই ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here