রহিমা আক্তার মৌ :: “ওদের পাশে আমরা” একটি শিশুতোষ গল্পের বই। ফারিহা আহসান অভ্র’র প্রথম একক বই।
কে কার পাশে দাঁড়িয়েছে জানতে হলেই পড়তে হবে বইটি। মজার মজার আটিটি গল্প একমলাটে রয়েছে। রয়েছে দুষ্ট মিষ্টি সম্পর্কের কিছু গল্প।
যখন আমরা টিফিনের টাকায় ফাস্টফুড খেতে ব্যস্ত, তখন টিফিনের টাকা জমিয়ে অসহায় শিশুদের লেখা পড়ার সামগ্রী বিলি করে ওদেরকে লেখাপড়া করার সুযোগ করে দিচ্ছে। বড় বোনের অনেক সখ সাইকেল কেনার, কিন্তু সখ অপূর্ণ থেকে যায় বলে আফসোস করে ছোট বোন। লিখেছে মুক্তিযোদ্ধা নানাকে নিয়ে, প্রিয় বন্ধুকে নিয়ে।
এর আগে ২০১৬ সালে মা রহিমা আক্তার মৌ (সাহিত্যিক কলামিস্ট ও প্রাবন্ধিক) ও বড় বোন মালিহা আহসান রৌদ্র সহ ওর যৌথ বই “মেঘনার মিষ্টিস্বপ্ন” প্রকাশ পায়। সেই বইটিই ছিল বাংলাদেশের প্রথম মা মেয়ের এক মলাটের বই। সেই বইয়ের প্রথম সংস্করণ শেষ। অভ্র’র এই বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশনি। যার কর্ণধার আলেয়া বেগম আলো।
অমর একুশে বইমেলা ২০১৯ এর পাতা প্রকাশনি সোহরাওয়ার্দী উদ্যান স্টল নং ৪৪২ পাওয়া যাচ্ছে। বইটির শুভেচ্ছা মূল্য- ১৮০/= টাকা। (ঘরে বসে কেউ সংগ্রহ করতে চাইলে ০১৯৭৬২৭২৭২১ নাম্বারে কল করে ঠিকানা দিলে সুন্দরবন বা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি পাঠিয়ে দেয়া হবে।)