ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: মেক্সিকোতে রোববার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত ১৪ এবং ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে মেক্সিকো রাজ্যে সড়কের ওপর একটি বাস উল্টে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

একই সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং অপর ৩১ জন আহত হয়েছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।

গত ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য সান লুইস পোটোসিতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারায়। এদের মধ্যে চার শিশু ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক পায়ে হেঁটে চলা অভিবাসীদের ওপর উঠে যাওয়ায় তাদের মধ্যে তিনজন নিহত হয়।

দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here