মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

মুল্য না টাঙানোয় দিনাজপুরের হিলিতে ৫টি দোকানকে ১৭হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম তাদের এই জরিমানা করেন।

মমতাজ বেগম জানান,রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্যবৃদ্ধির একটা আশংকা দেখা দিচ্ছে।এটি রোধে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ হিলিতে অভিযান চালানো হয়। এসময় মুল্যতালিকা না টাঙানোয়
সতর্কতামুলক ৫টি দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে মসলার বাজার পরিদর্শন করা হয়েছে। রমজানকে ঘিরে যেন দাম বাড়ানো না হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তাদের নিকট থেকে যেন অধিক মুল্য নেওয়া না হয় সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here