ডেস্ক রিপোর্ট:: ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি আবাসিক ভবনধসে পাশের একটি বস্তির ওপর পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার (৯ জুন) রাতে মুম্বাইয়ের মালাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের পাশাপাশি উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা থাকতে পারে। তাদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া পাশের আরেকটি তিনতলা ভবন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে পাশের ওই ভবনটি।

এদিকে ভবনধসে আহত লোকদের নেওয়া হয়েছে কানদিভালির একটি হাসপাতালে।

ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ভবনধসে নিহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়ে হাসপাতালে নেওয়া ১৮ জনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here