মুন্সীগঞ্জের চরাঞ্চল থেকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতে তাকের রহমান রিংকু ও নাসিরউদ্দিন ভদ্র নামের দুই যুবককে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার তাদের আদালতে প্রেরন করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
জানা গেছে, সমপ্রতি মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। এই হত্যার সঙ্গে জড়িত এমন খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে রিংকু ও নাসিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সদর থানায় রুজু হওয়া ডাকাতি, ছিনতাইসহ আরো একাধিক মামলা পলাতক আসামী।
সদর থানার সেকেন্ড অফিসার এস আই সুলতানউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের জীজ্ঞাসাবাদের লক্ষ্যে আদালতে প্রেরন করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে কত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে না আবেদনের শুনানীর দিন ধার্য করা হয়েছে তা তিনি বলেতে পারেননি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী সাবিবর আহমেদ দীপু/মুন্সিগঞ্জ