মুন্সীগঞ্জে শহর জামে মসজিদের সামনে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ভষ্মিভূত হয়েছে। আগুন নেভাতে বিলম্ব হওয়ায় ব্যবসায়ীরা ২ দমকল কর্মীকে মারধর করেছে। অগ্নিকান্ডে তালুকদার, মুনশী ও রুচিতা নামের তিনটি জুতার দোকান সম্পূর্ণ ভষ্মিভুত হয়। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমান ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়, গভীর রাতে মুনসী সুজ নামের জুতার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তেই আশেপাশের দুটি দোকানে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি আগুন লাগার আধঘন্টা পরে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দীর্ঘ ৬ ঘন্টা পরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে পুড়ে যাওয়ার সময় দোকানের মালামাল লুট হয়ে যাওয়ার অভিযোগ করেছে দোকান মালিকগণ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী সাবিবর আহমেদ/মুন্সিগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here