তারিকুল ইসলাম, মুকসুদপুর
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে ও ইউএসআইডি’র সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন ফোরামের গোপালগঞ্জ জেলার আহব্বায়ক শাহ আকরাম হোসেন জাফর ফকিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান টুলু, যুগ্ম সম্পাদক আ: রাজ্জাক ফুল মিয়া, কোষাধ্যক্ষ সামিউল হক আবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকারিয়া আলম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন মিয়া, অশোক মৃধা প্রমূখ। মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলা থেকে ইউপি চেয়ারম্যানরা অংশগ্রহন করেন। বিকেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের গোপালগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বক্তারা ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণ এবং ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদকে একটি শক্তিশালী প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষে সরকারের প্রতি আহবান জানান।