মুকসুদপুর-গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরে হামীম পরিবহন ঢাকা মেট্রো-জ-০৪০০১৯ একটি যাত্রীবাহী নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে কমপক্ষে  ৩০ যাত্রী আহত  হয়েছে ।

১৫ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার শালিনাবক্সা উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায়  জুয়েল (২২)  আছমা (২৫) মনির (৪০) ও লিটনকে (২৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ঢাকায় পাঠানো হয়েছে এছাড়া বাকীদেরকে প্রাথমিক চিৎকিসা দেয়া হয়েছে। আহতদের বাড়ি লোহাগড়া বিভিন্ন এলাকায়।

মুকসুদপুর থানা এস আই জাফর হোসেন জানান, রাতে ওই স্থানে হামীম পরিবহনের যাত্রীবাহী নৈশ বাসের সামনের চাকা ফেটে গেলে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি লোহাগড়া থেকে থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে উপজেলার টেকেরহাট-কালনা মহাসড়কের মহরাজপুর  নামক স্থানে রিয়াদ(১৮) সোহাগ(১৫) নামের ২ মোটর সাইকেল আরোহী মারাত্ব আহত হয়েছে ।

তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তারিকুল ইসলাম/মুকসুদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here