গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিল, ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ ও গোপালগঞ্জ ডিবি পুলিশ।
মুকসুপুর থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টার দিকে পুলিশ প্রভাকরদী গ্রামের মতিয়ার মুন্সীর বাড়ী থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী কামাল মুন্সী পালিয়ে যায়। । রাত ১২ টার দিকে উপজেলার বলভী গ্রামের দেলোয়ার কারিগরের বাড়ী থেকে গাঁজা সেবনের সময় ২০ গ্রাম গাঁজা সহ বকুল কাজীর ছেলে রাজীব কাজী (২৩) কে গ্রেফতার করে। অপরদিকে গোপালগঞ্জ ডিবি পুলিশ দুপুরে সিন্দিায়াঘাট ব্রিজ এর কাছ থেকে ১০০ পিচ ইয়াবা সহ মনিরকান্দী গ্রামের হান্নান মোলা ছেলে সুমন(৩০) ও হরিরচর গ্রামের মান্নান মোলার ছেলে শামিম (২৫) কে গ্রেফতার করে। এ বিষয়ে মুকসুদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে যার নম্বর-২৩-২৪-২৫।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তারিকুল ইসলাম/মুকসুদপুর