বরিশাল-ঢাকা সড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে ছাগলছিড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী সার্বিক পরিবহন ও ঢাকা থেকে বরিশালগামী শাপলাগামী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৮০।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর, সোমবার বিকালে বরিশাল থেকে ঢাকাগামী সার্বিক পরিবহন ও ঢাকা থেকে বরিশালগামী শাপলা পরিবহনের দুটি গাড়ী সাথে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ে ২ যাত্রী নিহত হয়েছে। মারাত্মক আহত ৮০ জনকে বরিশাল, ভাঙ্গা, মাদারীপুর এবং ফরিদপুরের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তারিকুল ইসলাম/মুকসুদপুর