গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এস,এস,সি ইংরেজী প্রথম পত্র পরীক্ষার দিন ৭জন বহিস্কার।

পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে রোকেয়া বেগম বিদ্যা নিকেতনের ১ জন এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনালের ১জন, কলেজ ভেন্যু থেকে টেংরাখোলা মাদ্রাসার ১জন, এস,জে উচ্চ বিদ্যালয় ভেন্যু থেকে কালিনগর উচ্চ বিদ্যালয়ের ১জন, আইকদিয়া উচ্চ বিদ্যালয়ের ১ জন, মুকসুদপুর মাদ্রাসা ভেন্যু থেকে ইন্দুহাটি উচ্চ বিদ্যালয়ের ১জন এবং এস,জে উচ্চ বিদ্যালয়ের ১ জন মোট ৭ জনকে বহিস্কার করা হয়েছে।

ইউনাইটেড নু্জি ২৪ ডট কম/তারিকুল ইসলাম/মুকসুদপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here