বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এই প্রথমবারের মত মীরসরাইয়ে আয়োজন করল সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ। মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩দিন ব্যাপী এই প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেষ হবে। চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড, ফেনী সদর এবং খাগড়াছড়ির রামগড় উপজেলার ৪০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
গত মঙ্গলবার কর্মশালার উদ্বোধন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাপ্তাহিক সমধারা সম্পাদক ছালেক নাছির উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপসি’ত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব, উন্নয়ন সংস’া স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা, সাংবাদিক নিরদ বরণ মন্ডল প্রমুখ।
কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র নগর সম্পাদক এম নাছিরুল হক এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।
ফখরুল ইসলাম রিয়াজ, মীরসরাই