চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতের গুলিতে ১ জন নিহত হয়েছেন, এবং এলোপাতাড়ী গুলিতে আহত হয়েছেন আরো দুই জন।
মঙ্গলবার  ভোর ৪ টায় উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালী এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে নিহত ব্যক্তির নাম মো: সেলিম উদ্দিন (৩৬) সে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মৃত রফিউজ্জামানের পুত্র। এবং আহত মো: নুর নবী (২৮) ও আবুধাবী প্রবাসী মো: শেখ ফরিদ (৩২ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুকের বাসিন্দা। নিহত সেলিম ও নুরনবী শেখ ফরিদকে আবুধাবী যাত্রার জন্য সিএনজি টেক্সী যোগে শাহ্‌ আমানত বিমান বন্দরে নিয়ে যাচ্ছিল। আজ (মঙ্গলবার) সকাল ৭ টার ফ্লাইটে আবুধাবীর উদ্দেশ্যে যাত্রার কথা ছিল শেখ ফরিদের।

সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটায় হতাহতদের বহনকারী সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছলে ড্রাইভার সিরাজ উদ্দিন রাস্তার উপর কয়েকটি বড় খড়ের আঁটি দেখে সিএনজির গতি কমিয়ে ফেলে। এরপর কিছু বুঝে উঠার আগে ১০/১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে শেখ ফরিদের ভিসা, পাসপোর্ট সহ, সবার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। এসময় বড়তাকিয়া-আবুতোরাব সকড়ে টহল পুলিশের একটি সিএনজি গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলের পাশ কাটিয়ে যাচ্ছিল। ডাকাতরা সেটিকেও থামানোর চেষ্টা করে। পুলিশের সিএনজিটি না থামালে নিহত সেলিম ডাকাত ডাকাত বলে চিৎকার করে। ঠিক তখনই ডাকাতরা এলোপাতাড়ি গুলি বর্ষন শুরু করে সিএনজিটি লক্ষ করে। এসময় নিহত সেলিমের বুকে ও পিঠে কয়েকটি গুলি লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। অন্য দু’জনের হাঁটু ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে মারাত্নক জখম হয়।

টহলরত পুলিশ দলের পিএসআই (প্রশিক্ষণরত উপ-সহকারী পরিদর্শক) কুতুব উদ্দিন ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে  জানান, আমরা গোলাগুলির শব্দ শুনে সৈদালী এলাকায় পৌঁছলে সড়কের উপর এক ব্যাক্তির লাশ ও আহত অবস্থায় অপর দুইজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করি। পরে আহতদের স্থানীয় মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান চৌধুরী। তিনি আরো জানান, এ পর্যন্ত ডাকাত দলের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে নিহত সেলিমের ভাই মো: কামাল উদ্দিন বাদী হয়ে একটি খুন সহ ডাকাতীর মামলা দায়ের করেছেন। নিহত সেলিমের লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ফখরুল ইসলাম রিয়াজ/মীরসরাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here