ফখরুল ইসলাম রিয়াজ, মীরসরাই

মীরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় গত এক মাসে পৃথক ৩টি অগ্নিকান্ডে বসতঘর, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, দলিলপত্রসহ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

সর্ব শেষ সোমবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ফেনাফুনী গ্রামে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে পুড়ে গেছে ২টি বসত ঘর। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

জানা গেছে, সোমবার বিকেলে ফেনাফুনী গ্রামের সাবেদ আলী মেস্ত্রী বাড়ির প্রবাসী আবুল কালামের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুনে পুড়ে ছাই হয় আবুল কালাম ও পাশ্ববর্তী  হারাধন বেগমের ঘর। এ সময় স’ানীয়রা প্রায় আধা ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টেলিভিশন, আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here