মিশরে পার্লামেন্টের নিম্নকক্ষের প্রথমদফার নির্বাচনে ফলাফল প্রকাশ শুরু করেছে দেশটির কতৃপক্ষ।
প্রাথমিক ফলাফলে ইসলামপন্থীরা এগিয়ে রয়েছে। অনেক পিছিয়ে পড়েছে উদারপন্থীরা।
মিশরের পার্লামেন্ট নির্বাচনে প্রত্যাশার তুলনায় কম ভোট পড়েছে বলে বলা হচ্ছে।
তবে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ প্রাথমিক ফলাফলে ৬২শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে।
পার্লামেন্টের নিম্নকক্ষের প্রথমদফার নির্বাচনে মিশরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড প্রাথমিকভাবে ভাল ফলাফল করেছে বলে দলটি দাবি করছে।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা পরের দফার নির্বাচনগুলোতেও এগিয়ে যাবে এমনটাই তাদের আশা।
আরও কয়েকটি উগ্রপন্থিগোষ্ঠীও এই নির্বাচনে ভাল করেছে।
দেশটিতে ৬০ বছরের মধ্যে এই প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচনে ইসলামপন্থীরা শক্তিশালী অবস্থান নিতে পেরেছে বলে বিশ্লেষকদের অনেকেই বলছেন।
দলীয়ভিত্তিক এই নির্বাচনে ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের পরে সালাফি আল-নুর পার্টি এবং তারও অনেক পরের অবস্থানে আছে উদারপন্থী মিশরীয় জোট।
গত সোমবার মিশরের পার্লামেন্টের নিম্নকক্ষের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এরআগে আন্দোলনের মুখে দেশটির ক্ষমতাসীন সামরিক কাউন্সিল অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কামাল আল গানযৌরিকে নিয়োগ করেছে।
তিনি বলেছেন,তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রীসভা দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেবে।
মিশরে কি ভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটাই হবে মন্ত্রীসভার প্রথম অগ্রাধিকার।
এরপর শান্তি শৃঙ্খলা ফিরে এলো কিনা, তা মানুষ বিচার করে দেখবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে গণ-আন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসনী মোবারকের পতনের পর দেশটিতে নির্বাচন হচ্ছে।
মিশরের পার্লামেন্টের নিম্নকক্ষের এই নির্বচন প্রক্রিয়া বেশ জটিল।
তিনদফায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় কায়রোসহ কয়েকটি শহরে নির্বাচন হয়েছে।
নির্বাচনী প্রক্রিয়া জটিল হওয়ায় বিশাল দেশটিতে সবজায়গায় ভোটাভুটি শেষ করতে মার্চ মাস নাগাদ সময় লেগে যাবে বলে বলা হচ্ছে।
মিশরের পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৯৮টি আসনের মধ্যে দুই তৃতীয়াংশ নির্বাচিত হবে দলীয় ভিত্তিতে।
আর বাকি এক তৃতীয়াংশ আসনে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক/ডেস্ক